একটি ভোট বাংলাদেশের ভবিষ্যত পরিবর্তন করতে পারে: পার্থ

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ভোটারদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেছেন,
একটি ভোট বাংলাদেশের ভবিষ্যত পরিবর্তন করে দিতে পারে। ৩০ ডিসেম্বর তাই সবাই ভোট দেবেন। দেশের পক্ষে, জনগণের মুক্তির লক্ষে।

ফেসবুকে আপলোড দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন,
বিগত নির্বাচনে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়া হয়নি। এ নির্বাচনে জনগণকে ভোটের অধিকার আদায় করে নেয়ার আহবান জানান তিনি।

নির্বাচিত হলে তার আসনসহ দেশের দেশের যে কোন সমস্যা নিয়ে সংসদে জোড়ালো ভূমিকা রাখার কথাও বলেন তিনি।

ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ ঐক্যফ্রন্ট মনোনীত ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তিনি ২০০৮ সালের নির্বাচনে ভোলা-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেয়নি উনার দল বিজেপি। ২০১৮ সালের নির্বাচনে তিনি ঢাকা ১৭ আসনে লড়বেন হেভিওয়েট কিছু প্রার্থীদের সাথে।

ঢাকা-১৭ আসনে তার প্রতিদন্ধি হিসেবে আছেন, আওয়ামী লীগের চিত্রনায়ক ফারুক, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার নাজমুল হুদা।

তরুণদের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক হিসেবে আন্দালিব রহমান পার্থ বেশ গ্রহণযোগ্য এবং তরুণদের জন্য কাছে একজন রাজনৈতিক। বিগত নবম জাতীয় সংসদে পার্থের জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যূতে অনেক বক্তব্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

ভিডিও দেখতে ক্লিক করুন

মন্তব্য করুন