সিলেটে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ২৪, ২০১৯

গত সপ্তাহে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যুর পর এবার সিলেটের ফেঞ্চুগঞ্জে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর গ্রামের মাহফুজ মিয়ার মেয়ে মাহফুজা বেগম (৬)।

আজ শুক্রবার দুপুরে উপজেলার দিনপুর এলাকার রত্না নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার জুম্মার নামাজের সময় মাহফুজাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের রত্না নদীতে তাকে ভেসে উঠতে দেখেন কয়েকজন। পরে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার একই গ্রামের আরো ২ জন শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন