বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মে ২৪, ২০১৯

বরিশালের উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুজ্জামান টিটু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৪ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টিটু জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামের বজলুল হক সরদারের ছেলে এবং দুবাই প্রবাসী ছিলেন। কালিহাতা গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

মৃতের বড় ভাই ওয়াহিদুজ্জামান মিঠু জানান, সকালে তার ছোট ভাই টিটু খালাতো ভাই ইলিয়াস হোসেনের নির্মাণাধীন বসতঘরের মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন