
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুন্নি আক্তার (১৪) নামে এক দশম শ্রেণির ছাত্রী পানিতে ডুবে মৃত্যু ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গুলিশাখালী গ্রামে এ অপমৃত্যুর ঘটনা ঘটে। নিহত মুন্নি গুলিশাখালী গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে। সে স্থানীয় ছগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানাগেছে, আজ শুক্রবার দুপুরে মুন্নি মায়ের সাথে পুকুর ঘাটে কাপড় চোপড় ধোয়ার কাজে সাহায্য করছিল। এক পর্যায় মুন্নি পুকুর ঘাটে পা ফসকে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই স্কুল ছাত্রীর মৃত্যু ঘটেছে। মৃগী রোগ আক্রান্ত হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে নিহত স্কুল ছাত্রীর মুন্নির পরিবারে এখন শোকের মাতম চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস

