দেশের আলোটা নিভতে দেবেন না: মির্জা ফখরুল

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

ডেস্ক রিপোর্ট: তরুণ ভোটারদের উদ্দেশ্য করে এক ভিডিও বার্তা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেখানে তিনি তরুণ ভোটারদের লক্ষ করে বলেছেন, এদেশের আলোটা নিভতে দিয়েন না। আমরা আমাদের যৌবণের সময় দেশের জন্য লড়েছি। দেশ মুক্ত করে আপনাদের দিয়েছি। আপনারাও দেশকে মুক্ত করুন। দেশের আলো জ্বালিয়ে রাখুন।

ভিডিও বার্তায় মির্জা ফখরুল ৩০ ডিসেম্বর সকাল সকাল ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন,
একাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ৩০ ডিসেম্বর। এ দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন আপনারা। ভোট ডাকাতদের প্রতিহত করবেন। নিজের ভোট নিজে দেবেন।

আওয়ামী লীগ ভোট ডাকাতি করতে পারে জানিয়ে তিনি বলেন,
“আমাকে তো সবাই বলে ভোটে তো আপনারাই জিতবেন কিন্তু আওয়ামীলীগ আপনাদের ভোট ডাকাতি করে নিয়ে যাবে” আমি আপনাদের বলবো, ভোট ডাকাতদের প্রতিহত করবেন। তাদের দেখিয়ে দেবেন, আমরা ভোট দিতেও পারি ভোটের অধিকারও রক্ষা করতে পারি।

টিভিসি আকারের এই ভিডিওতে মির্জা ফখরুল দেশে দুরবস্থা চলছে জানিয়ে ৩০ তারিখ দিনটি দেশের জন্য উৎসর্গগ করার আহবান জানান এবং ধানের শীষ মার্কায় ভোট চান।

মন্তব্য করুন