
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে জুটমিলের কাঁচাপাট পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টার দিকে খুলনার দিঘলিয়াস্থ স্টার জুট মিলে রহস্যজনকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করার খবর পাওয়া গেছে।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বলেন, স্টার জুট মিলের পাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার পর আগুন লাগার খবর জানতে পেরেছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস দাস বলেন, জুটমিলে কিভাবে আগুন লেগেছে জানি না, আগুনের পাশেই আছি। পরে জানতে পারলে জানাবো।

