মারকাযুস সাহাবা বাংলাদেশের ইফতার মাহফিল

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

সাহাবায়ে কেরামের জীবনাদর্শ প্রচার ভিত্তিক দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ রমজান রাজধানীর দৈনিক বাংলায় হোটেল রহমানিয়া রুপটপ কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন মারকাযুস সাহাবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক বরেণ্য মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি শামীম আল-আরকাম।

এতে প্রধান মেহমান ছিলেন কবি ও দার্শনিক আল্লামা মুহিব খান। প্রধান আলোচক ছিলেন গজল সম্রাট ও খ্যাতিমান মুফাসসীরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ।

আলোচনায় বক্তারা বলেন, ইসলামের অপব্যখ্যার এযুগে মারকাযুস সাহাবা বাংলাদেশ কর্তৃক হযরত সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম আজমাইনের জীবনাদর্শ প্রচারের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। বক্তারা মারকাযুস সাহাবা বাংলাদেশের অগ্রযাত্রায় আন্তরিক সমর্থনও ব্যক্ত করেন।

এ সভায় উপস্থিত ছিলেন রাহনুমা ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি যোবায়ের গনি, ইসলামী সাংস্কৃতিক জোটের সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও উপস্থাপক মাওলানা ইবরাহীম কোব্বাদী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাইয়্যেদ মুনির, আবদুস সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি জাহিদুল ইসলাম, সাইফোর্সের সিনিয়র ল্যাংগুয়েজ টিচার মুহাম্মাদ মুখলেছুর রহমান, মারকাযুস সাহাবা বাংলাদেশের মিডিয়া পরিচালক মুফতি ফয়েজ মাহমুদ,খ্যাতিমান গ্রাফিক্স ডিজাইনার মারুফ বিল্লাহ সাকী প্রমুখ।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন