ফটিকছড়িতে একই পথসভায় হাতপাখা ও ধানের শীষের প্রার্থী : রাজনৈতিক শিষ্টাচারের দীক্ষা

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

এম ওমর ফারুক আজাদ: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের একই পথসভায় বক্তব্য দিলেন ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কর্ণেল আজিম উল্লাহ বাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী।

আজ ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় গণসংযোগ চালাকালে রাজনৈতিক সম্প্রীতির এই বিরল পরিস্থিতির দেখা মিলেছে।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি মামুনুর রশিদ জানান, আমাদের গণসংযোগ চালাকালে একি এলাকায় নেতাকর্মীদের নিয়ে কর্ণেল আজিম উল্লাহা বাহার সাহেবও ধানের শীষে প্রচারণা চালাচ্ছিলেন। দুই প্রার্থীর কর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝি না হওয়ার জন্য আমাদের পথসভায় বাহার সাহেবকে আমন্ত্রণ জানাই।

তিনি এসে বক্তব্য দিলেন ও রাজনৈতিক সহাবস্থানের জন্য সকলকে আহবান জানিয়েছেন।

বক্তব্যে মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী বলেন, নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরী হয়নি। আমাদের পথসভা ও গণসংযোগে আচরণ বিধি লঙনের কারণ দেখিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নোটিশ পাঠাচ্ছেন। অথচ নৌকার প্রার্থী প্রশাসনের নাকের ডগায় আচরণ বিধিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে যাচ্ছেন।

সভা থেকে উভয় প্রার্থী লেভেল প্লেয়িং নিশ্চিত করতে নির্বাহি মেজিস্ট্রেট বরাবর নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।

দুই দলের দুই প্রার্থীর এই এক মঞ্চে বক্তব্য দেয়াটা সারা দেশের জন্য রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির হয়ে থাকবে বলে মনে করে ফটিকছড়ির সাধারন মানুষ।

মন্তব্য করুন