নেত্রকোণায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী হাওরের মুক্ত জলাশয়ে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২২ মে) বিকেলে উপজেলার বাঘাটিয়া মালিখাল হাওর এলাকায় বাঘাটিয়া ও গণ্ডামার গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে বাঘাটিয়ার সত্যেন্দ্র (৫৫), মনোজ (৩০), রাজু (২৫) ও গন্ডামারার রনিকে (১৪) খালিয়াজুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মওলা জানান, প্রতিবছর হাওরটিতে বাঘাটিয়া ও গণ্ডামার গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে মাছ ধরেন। কিন্তু চলতি বছরে শুরু থেকেই একপক্ষ অপরপক্ষকে মাছ ধরতে বাধা দিচ্ছিলেন। আজ গণ্ডামার গ্রামবাসী মাছ ধরতে গেলে বাঘাটিয়া গ্রামবাসীরা বাধা দেয়, আর তাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন