টাকা আত্মসাতের মামলায় নাগেশ্বরী পৌর মেয়র গ্রেফতার

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

মোঃ জুয়েল রানা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর মেয়র আবদুর রহমান মিয়া দুর্ণীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার হয়েছে। ১৫ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) আশিখুল কবিরের আদালতে পৌর মেয়র জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এর আগে হাইকোর্ট থেকে তিনি চার সপ্তাহের জামিন শেষে আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে নেয়ার আদেশ দেয়া হয়।

দুদকের আইনজীবি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, ১৪ মার্চ রংপুর দুর্ণীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক নুর আলম ধারা-৪০৯ পেনাল কোড এবং দুর্ণীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সনের ৫/২ ধারায় ক্ষমতার অপব্যবহার পূর্বক নাগেশ্বরী হাসপাতালের পৌরকর বাবদ ১৫ লাখ ৯৪ হাজার টাকা সাময়িক আত্মসাতের অপরাধে উপজেলা থানায় একটি অভিযোগ করেন।

অনুসন্ধানে কমিশনের আইন অনুবিভাগের মতামত অনুযায়ী আত্মসাতের দায়ে পৌর মেয়রের নামে মামলা হয়।

মন্তব্য করুন