
বাগেরহাট প্রতিনিধি: গেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তি মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ মে) দুপুরে বেতাগা ইউনিয়নের বেতাগা গ্রামে সুপারি গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেতাগা গ্রামের মৃত আব্দুল করিম শেখের ছেলে রহমাতুল্লাহ সেখ (৬৫) ও একই গ্রামের দিজম্বর দাসের ছেলে সুবোধ দাস (৫০)। তারা দুজন প্রতিবেশী।
ফকিরহাট থানার এসআই হারুণ আর রশিদ জানান, আজ বুধবার দুপুরে খড়ের পালা দেয়ার জন্য প্রতিবেশী শ্রমিক সুবোধকে সঙ্গে নিয়ে সুপারি গাছ কাটছিলেন রহমাতুল্লাহ। এসময়ে সুপারি গাছ রাস্তার পাশে বিদ্যুতের তারের ওপর পড়লে রহমাতুল্লাহ সেখ ও সুবোধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
জিআরএস/পাবলিক ভয়েস

