সিলেটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২১, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- দিনপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাকিল (৬) ও সমির মোল্লার মেয়ে সাহার বেগম (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাকিল ও সাহার বাড়ির পাশে খেলা করছিল। সবার অজান্তে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ পর পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন