
চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদরাসায় প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয়েছে চরমোনাই তরিকার ১৫ দিনব্যাপী বিশেষ তারবিয়াত অনুষ্ঠান।
১ম রমজান থেকে ১৫তম রমজান পর্যন্ত ১৫ দিনব্যাপী এই তারবিয়াত অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত চরমোনাই তরিকার কয়েক হাজার মুরিদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা দায়িত্বশীলবৃন্দসহ বিশেষ মেহমানরা উপস্থিত ছিলেন।
আজ দুপুরে জোহরের নামাজের পর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ১৫ দিনব্যাপী এই বিশেষ তারবিয়াতের সমাপ্তি ঘোষণা করেন চরমোনাইর পীর সাহেব মুফতী রেজাউল করীম।
তারবিয়াতে প্রতিদিন জোহরের পর চরমোনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করীম ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ ফয়জুল করীমসহ মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করীম রহ. এর খলিফাগন বিশেষ বয়ান করে থাকেন। এ ছাড়াও যারা কুরআন তেলাওয়াত করতে পারেন না, যারা সঠিকমতো নামাজ আদায় করতে পারেন না তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নামাজ ও কুরআন তেলাওয়াতসহ বিশেষভাবে শরিয়তের বিধি-নিষেধ পালনের ক্ষেত্রে প্রশিক্ষিন দেওয়া হয়।
জানা যায়, চরমোনাই তরিকার জন্য অতি-গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা চরমোনাই মাদরাসা মসজিদে ১৫ দিনব্যাপী রমজানের এই তারবিয়াত প্রতি বছর যথারিতি অনুষ্ঠিত হয়। চরমোনাই তরিকার মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করীম রহ. এই তারবিয়াত অনুষ্ঠানের সূচনা করেন। চরমোনাই এলাকাবাসীর জন্য বিশেষ এই আয়োজন করা হলেও ধিরে ধিরে তা দেশব্যাপী সবার কাছে পরিচিত হয়ে উঠে। এরপর এলাকাবাসী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে চরমোনাই তরিকার সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট মুরিদ ও ওলামায়ে কেরামগন উপস্থিত হয়ে থাকেন এবং ধারাবাহিকভাবে ১৫ দিন এখানে অবস্থান করেন।
এছাড়াও চরমোনাই ইউনিয়নের এলাকাবাসীসহ পর্দাসহকারে নারীরাও তালিম তারবিয়াতের বিশেষ বয়ান শুনেন।

