ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

পুকুরে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের একটি পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নাজমুল হুদার ৭ বছরের মেয়ে শ্যামলী ও বাবুল হোসেনের ৪ বছরের ছেলে রাতুল দুপুরে গোসল করতে নেমে ডুবে যায়। বিকেল পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় মরদেহ দুটি ভেসে ওঠে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস

