তুরস্কে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় যাচ্ছেন “মারকাজুত তাহফিজের” এহসান উল্লাহ

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

তুরস্কের অনুষ্ঠিত হওয়া “আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায়” যোগ দিতে বাংলাদেশ থেকে আজ (২০ মে) তুরস্ক যাচ্ছেন হাফেজ মুহাম্মদ এহসান উল্লাহ।


এহসান উল্লাহ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী কতৃক পরিচালিত যাত্রাবাড়ী কাজলা দনিয়া যাত্রাবাড়ী সাইনবোর্ডে অবস্থিত একাধিকবার আন্তর্জাতিক পুরুষ্কারপ্রাপ্ত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

বাংলাদেশের প্রতিযোগী প্রতিনিধি হিসেবে সে তুরস্কে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন বলে পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছেন তার উস্তাদ কারী নেছার আহমাদ আন নাছিরী।

এহসান উল্লাহর গ্রামের বাড়ি বি- বাড়ীয়া জেলার মৈন্দ গ্রামে। গত বছর তিনি ইরানে ৯৪ টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলো। হিফজুল কুরআন প্রতিযোগিতার পাশাপাশি এহসান উল্লাহ রাজধানীর একটি কওমি মাদরাসায় শরহে বেকায়া পড়ছেন।

এহসান উল্লাহর সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার শুভানুধ্যায়ীরা।

প্রসঙ্গত : ২০০৯ সালে প্রতিষ্ঠা হওয়া মারকাজুত তাহফিজ মাদ্রাসা বিশ্বব্যাপী পরিচিত একটি হিফজুল কুরআন প্রতিষ্ঠান। মারকাজের প্রতিষ্ঠাতা শায়খ নেছার আহমেদের একান্ত প্রচেষ্টা ও পরিশ্রমে প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে। ২০১০ সালে মিসরে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের মারকাজুত তাহফিজের ছাত্র হাফেজ হেমায়েত উল্লাহ। ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেয় এই মাদ্রাসার ছাত্র অন্ধ হাফেজ তানভীর হোসাইন। ৭৩টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করে বয়ে আনে দেশের জন্য এক বিরল মর্যাদা। ২০১২ সালে মারকাযের ছাত্র হাফেজ মুহিউদ্দীন আলজেরিয়ায় অনুষ্ঠিত ৬০টি দেশের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। ২০১২ সালে আবার মারকাযের আরেক ছাত্র হাফেজ সাআদ সুরাইল সৌদি আরবে ৭৩ দেশের মধ্যে হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। ২০১৩ সালে জর্ডানে বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের ছাত্রী হাফেজা ফারিহা তাসনীম ৫০টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে। এছাড়াও হাফেজ তরিকুল ইসলামসহ আরও অনেকেই আছে যারা দুবাইসহ বিভিন্ন দেশে এ মাদরাসা থেকে গিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। এভাবেই এখন পর্যন্ত এ ধারা অব্যাহত আছে। আগে রাজধানী ঢাকার প্রবেশদ্বার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের গা-ঘেঁষে সাততলা অ্যাপার্টমেন্টে এর অস্থায়ী ক্যাম্পাস থাকলেও এখন রাজধানীর সাইনবোর্ডে বিশাল পরিসরে নিজস্ব ক্যাম্পাসের কার্যক্রম শুরু করা হয়েছে।

বিশেষ প্রয়োজন মাদরাসার নাম্বার :

01705068885/01674427088/01673324887

মন্তব্য করুন