

আমি অচিরেই ‘ইসলাম সত্য ধর্ম’ সেটা দলিলের মাধ্যমে প্রমাণ করব- মুফা
প্রবাসে থাকা বাংলাদেশী স্বঘোষিত নাস্তিক, মুফাসসিল ইসলাম (মুফা) সস্ত্রীক ইসলাম ধর্মে ফিরে এসেছেন।
এই মর্মে গতকাল তিনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ‘লা-ইলাহা আল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ শিরোনাম দিয়ে ১১ মিনিটের একটি ভিডিও আপলোড করেন। যেখানে তিনি ২০১৫ সালে তার ধর্ম ত্যাগ এবং এখন সত্য উপলব্ধি করে ইসলাম ধর্মে ফিরে আসার পেছনের গল্প উপস্থাপন করেন।
এছাড়াও তিনি ঐ ভিডিওতে নাস্তিকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে এও বলেন, আমি অচিরেই ‘ইসলাম সত্য ধর্ম’ সেটা দলিলের মাধ্যমে প্রমাণের পাশাপাশি আমার পূর্বেকার ইসলাম বিরোধী সকল বক্তব্যগুলোকে দলিলের মাধ্যমে খণ্ডাবো। তার পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন।-
নাস্তিকদের চ্যালেঞ্জ ছুড়ে স্বস্ত্রিক ইসলামে ফিরে এলেন মুফাসসিল ইসলাম (ভিডিও)