শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে শুভ ঋষি (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৯ মে) দুপুরে উপজেলার রায়েন্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শুভর বড়ভাই ইন্দ্র ঋষি জানান, পরিবারসহ তারা ঢাকায় বসবাস করেন। সারাদেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। আর তাই ভোটার হওয়ার জন্য গত বুধবার (১৫ মে) ঢাকা থেকে তিনি তার পরিবারের সঙ্গে শরণখোলায় দাদার বাড়িতে আসেন।

আজ রোববার দুপুরে শুভ সাতার না জানায় অন্য শিশুদের সঙ্গে এলাকার ভূমি অফিস সংলগ্ন সোনালী মসজিদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শুভকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খয়রুল বাসার তাকে মৃত ঘোষণা করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন