ত্রিপুরায় এক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘর থানা এলাকা থেকে শঙ্কর ঘোষ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৯ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শঙ্কর শিবনগর এলাকার মৃত প্রকাশ ঘোষের ছেলে।

সোনামুড়ার মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) শৌভিক দে জানান, সকালে স্থানীয়দের কাছ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, এসময় ঘটনাস্থল থেকে একটি বাঁশের টুকরো উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাকে খুন করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন