ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারী কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৫ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৯

ইউসুফ পিয়াস : নোয়াখালীর প্রধান শহর মাইজদীস্হ ফরিদ বেকারীতে ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারী কলেজ শাখার উদ্যোগে ‘কেমন ক্যাম্পাস চাই’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কলেজ সম্পাদক এম.এম.শোয়াইব।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার সহসভাপতি মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুদ্দাচ্ছির হোসাইন, ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী উত্তর জেলা সভাপতি দিদার হোসাইন, দক্ষিণ জেলার সহসভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খলিল সহ প্রমূখ।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন অংশগ্রহণমূলক ও বন্ধুত্বপূর্ণ ছাত্ররাজনীতি চর্চাই হতে পারে আদর্শিক ক্যাম্পাস গঠনের নিয়ামক।তাই সকল ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আগামীদিনের সোনালী বাংলাদেশ গড়তে পারব।

উল্লেখ্য উক্ত আলোচনায় সভায় অংশগ্রহণ করে কলেজ ছাত্রলীগ, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী সংরক্ষণ পরিষদ (কোটা সংস্কার আন্দোলন), বাঁধন নোয়াখালী কলেজ ইউনিট, বিএনসিসি নোয়াখালী কলেজ ইউনিট, বেগমগন্জ ছাত্রকল্যাণ পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।।

মন্তব্য করুন