

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকাসক্তি দূরীকরণে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কুরআন ও সুন্নাহর শিক্ষা পেলে সমাজে মানুষ খুন বা সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত হবে না।
আজ বিকালে কামরাঙ্গীরচর হুসনুল কুরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
আতাউল্লাহ বলেন, মাদকের ঘৃণ্য থাবায় নষ্ট হবে না। ইতিহাস সাক্ষী আল্লাহ প্রদত্ত কুরআনী শিক্ষাব্যবস্থা মুহাম্মদ (সা) কে দিয়ে পাঠানো হয়েছিল। সেটা প্রয়োগে তিনি আইয়্যামে জাহিলিয়্যাতের বর্বর জাতিকে সোনালী জাতিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন।
হুসনুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি সুলতান মহিউদ্দীন এ সভার সভাপতিত্ব করেন।
সভাপতির ভাষণে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, আদর্শ সমাজ গঠনে প্রাইমারী স্তর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। ইসলামী শিক্ষাব্যবস্থা ছাড়া আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। তাই মুসলিম প্রধান দেশ হিসেবে দেশ ও জাতির স্বার্থে সরকারকেই ইসলামি শিক্ষা সম্পসারনের লক্ষে কাজ করতে হবে।
এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামিয়া নুরিয়ার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শায়খুল হাদীস মাওলানা আবু আশরাফ ও মাওলানা ওমর ফারুক প্রমূখ।
আইএ/পাববলিক ভয়েস