খুলনায় গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে রাসেল হাওলাদার (২৮) না‌মের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ মে) সকাল ৭টার দিকে খুলনা  খালিশপুরের দুর্বার সংঘ ক্লাবের দক্ষিণ পাশের একটি কড়ই গাছ থেকে পড়ে তিনি আহত হন।

তিনি রাস্তার পাশের ওই গাছটির ডাল কারতে উঠে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ বর্তমানে মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সরদার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন