ফাইল ফটো :পাবলিক ভয়েস ডেস্ক এডিট

মোঃ জুয়েল রানা, কুড়িগ্রাম: পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছুদরন (৫৫) নামের এক গৃহবধু। ছুদরন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের টাপুর গ্রামের মোঃ শকমত আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ই মে আজ বুধবার আনুমানিক সকাল ৬টায় বাড়ির লোকজন ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায় গলায় দড়ি পেচানো অবস্থায় ঝুলছে ছুদরন। ধারণা করা হচ্ছে, তিনি রাতের কোন এক সময় আত্মহত্যা করেছেন।
এব্যাপারে পাঁচগাছী ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

