সম্প্রীতির নামে উস্কানি দিয়েছেন পীযূষ: শরীফ মুহাম্মদ

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

ইসমাইল আযহার
পাবলিক ভয়েস

সামাজিক যোগাযাগ মাধ্যমে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বাংলাদেশ সংগঠন থেকে প্রকাশিত একটি লিপলেট নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। লিপলেটে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, দাঁড়ি এবং টাকনুর নিচে কাপড় পরিধান করা জঙ্গিবাদের আলামত।

সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশেরন শীর্ষ আলেম, হাফেজ মাওলানা শরীফ মুহাম্মদ। তিনি বলেন, পীযূষ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন সেটা সম্পূর্ণ নৈতিকতা বিরোধী, এটা সম্প্রীতির নামে উস্কানি। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয়ে তিনি আঘাত করেছেন। সুন্নত নিয়ে এমন কথা বলায় তিনি আক্ষেপ করেছেন এ আলেম।

তিনি আশঙ্কা করে বলেন, আজ তারা সম্প্রীতির নামে সুন্নত পালনকে জঙ্গিবাদের আলামত বলছেন, হয়ত ভবিষ্যতে আমরা এমন দিনের মুখোমুখি হবো যে, তারা বলবে, যারা বোরকা পড়ে, নামাজ পড়ে, শুক্রবারের দিন মসজিদে যায়, জুমার নামাজ আদায় করে, আল্লাকে বিশ্বার করে, রোজা রাখে, নামাজ পড়ে তারও জঙ্গিদের মধ্যে শামিল। ইসলাম ধর্মের কোনো বিধান পালন করাই জঙ্গিবাদের আলামাত। তার এও বলবে, যারা মদ পান করে না, গাজা সেবন করে না, বিয়ার খায় না, বিড়ি-সিগারেট খায় না, অশালীন কাজকর্ম করে না তারাও জঙ্গি।

তিনি প্রশ্ন তুলে বলেন, যদি এই বক্তব্যের বিপরীত একটা বক্তব্য আসে তাহলে কেমন হবে? আসতেই পারে এটা সাভাবিক। এই বক্ত্যের মধ্যে দিয়ে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক আচরণ প্রকাশ পেয়েছে, যেটা কাম্য ছিল না।

শফীফ মুহাম্মাদ বলেন, ভারতে হিন্দুজঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে। হিন্দুরা মুসলিমদের নির্যাতন করছে, বিনা কারণে  তাদের মারধর করছে, মুসলিমদের ওপর হামলা করছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে এটা নিয়ে কেন আপনারা চিন্তা করেন না? এটা নিয়ে কেন আপাদেন কোনো বক্তব্য নেই! মিয়ানমারে মুসলিমদের ওপর বৌদ্ধজঙ্গিরা নৃশংসতা চালিয়েছে তখন আপনারা  কোনো কর্মসূচি পালন করেন না কেন?

তিনি বলেন, কাছাকাছি সময়ে বাংলাদেশে বড় ধরণের কোনো সংঘর্ষ ঘটেনি। এদানীং ধর্ষণের প্রবনতা দেখা যাচ্ছে বাংলাদেশে। এবং খুব নৃশংসভাবে ধর্ষণ চলছে। বেশকিছু মেয়েকে খুব নৃশংসভাবে ধর্ষণের ঘটানায় মিডিয়া তোলপাড় হল। ধর্ষকদের বিচারের আওয়ায় আনার দাবি জানাতে পারতেন, এসব রেখে হটাৎ করে কেন জঙ্গিবাদের কথা বললেন পীযূষ! এটা উস্কানিমূলক বক্তব্য।  রমজান মাসে মুসলিমদের সুন্নত নিয়ে এমন কথা বলা কোনোভাবেই উচিৎ হয়নি তার।

শরীফ মুহাম্মাদ তার বক্তব্যের শেষে পীযূষ বন্দ্যোপাধ্যায় এমন কথার তীব্র নিন্দা জানিয়েছেন। এবং সম্প্রীতির বাংলাদেশ নামে তারা যে আন্দলোন করছেন এটা নিয়ে এবং তাদের ইসলাম বিদ্বেষ বক্তব্য নিয়ে আরও ভাবতে বলেছেন। উস্কানি না দিয়ে গণমানুষের জন্য কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন