

পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাপলা খাতুন নামে (২৪) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হিরপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাপলা ওই গ্রামের আবদুল জব্বারের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, আজ সোমবার বিকেলে শোবার ঘর থেকে রান্না ঘরে যাওয়ার সময় দরজার সামনে ঝুলে থাকা ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাপলা খাতুন।
পরে দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস