সম্প্রিতির জঙ্গি সনাক্তকরণ লিফলেট নিয়ে বিতর্কের ঝড় : বেরিয়েছে পাল্টা লিফলেট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

গতকাল ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশের অধিকাংশ জাতীয় পত্রিকায় ‘সন্দেহভাজন জঙ্গি সদস্য সনাক্তকরণের (রেডিক্যাল ইন্ডিকেটর) নিয়ামকসমূহ’ নামে একটি পোষ্টার ছাপানো হয়।

সেখানে সন্দেহভাজন জঙ্গিদের জন্য কিছু লক্ষণের কথা বলা হয়। যে লক্ষণগুলো দেখলে তাকে জঙ্গি হিসেবে সন্দেহ করা যাবে। সেই সন্দেহের মধ্যে ইসলামের আবশ্যক পালনীয় দাড়ি রাখা, টাখনুর উপর কাপড় পড়াসহ বেশ কিছু লক্ষণকে জঙ্গি লক্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে। পোষ্টারে উল্লিখিত জঙ্গি লক্ষণের মধ্যে রয়েছে- ধর্ম চর্চার প্রতি ঝোঁক; গায়ে হলুদ, জন্মদিন পালন, গান বাজনা ইত্যাদি থেকে নিজেকে গুটিয়ে রাখা; মিলাদ, শবেবরাত, শহীদ মিনারে ফুল দেয়াকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা ইত্যাদি।

পূর্বে এধরণের পোষ্টার আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক প্রচারিত হলেও গতকালকেরে এই পোষ্টারটির নিচে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নামে প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ধর্মনিরপেক্ষতার স্লোগানকে ধারণ করে গত বছরের জুলাই মাসে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ার ৪টি ধাপের কথা বলা হয়েছে পোষ্টারে। তার প্রথম ধাপেই রয়েছে- তাওহীদ, শিরক, বেদাত, ঈমান, আকীদা, সালাত, ইসলামের মূলনীতি, দাওয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করা।

এদিকে ইসলামের মৌলিক রীতি নীতিকে জঙ্গিবাদের লক্ষণ হিসেবে তুলে ধরায় এর প্রতিবাদ স্বরূপ ‘দেশপ্রেমিক সচেতন নাগরিক’ এর ব্যানারে সোশ্যাল মিডিয়ায় আরেকটি লিফলেট আজ ছড়িয়ে পড়ে।

যেটার শিরোনামে লেখা রয়েছে- ইসলাম বিদ্বেষী, সাম্প্রদায়িক, নাস্তিক, সন্ত্রাসী চেনার প্রাথমিক লক্ষ্মণগুলো চিনে রাখুন!

এবং প্রদত্ত পোষ্টার হলো এই-

Image may contain: text

মন্তব্য করুন