চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অনন্ত মার্ডি (২৬) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ মে) ভোরে ঘিওন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত অনন্ত মার্ডি নাচোল সদর ইউনিয়নের বেচন্দা গ্রামের বুধরাই মার্ডির ছেলে।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে খুলনা-রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি নেজামপুর স্টেশন পার হওয়ার পর ঘিওন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর আমনুরা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে। এদিকে মৃতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে বলে জানান ওসি।

জিআরএর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন