

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় খলিলুর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।
আজ সোমবার (১৩ মে) ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার (১২ মে) দিনগত রাত আড়াইটার দিকে জেলার দীঘলিয়া উপজেলার দেয়ারা কলোনির বেড়িবাঁধে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেন। নিহত খলিলুর রহমান মোল্লা দীঘলিয়ার দেয়ারা এলাকার বাসিন্দা।
দীঘলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার দেয়ারা কলোনির বেড়িবাঁধ থেকে তিনি গতকাল রোববার রাত আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালে ময়নাতদন্ত চলছে।
তিনি আরও জানান, কে বা কারা তাকে কুপিয়েছেন তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।