নারায়ণগঞ্জে বান্ধবীর সঙ্গে যেতে না দেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৯
ফাইল ফটো :পাবলিক ভয়েস ডেস্ক এডিট

বান্ধবীদের সঙ্গে একাদশ শ্রেণির ভর্তিফরম পূরণ করতে নিষেধ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ঋতু আক্তার নামে এক শিক্ষার্থী। সে এবার বৈদ্যেরবাজার এনএএম উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পাস করেছে।

গতকাল রোববার (১২ মে) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের আব্দুর রহমানের মেয়ে ঋতু আক্তার পরিবারের কাছে গতকাল রোববার শুরু হওয়া একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বান্ধবীদের সঙ্গে উদ্ববগঞ্জ এলাকায় যাওয়ার অনুমতি চায়। এ সময় তার বড় বোন দু’দিন পরে ফরম পূরণ করার জন্য বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঋতু আক্তার।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, ঋতু এবার বৈদ্যেরবাজার এনএএম উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পাস করেছে। গতকাল রোববার সকালে সে বান্ধবীদের সঙ্গে একাদশ শ্রেণিতে ভর্তির ফরম পূরণ করতে যেতে চাইলে নিষেধ করে পরিবার। এতে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন