
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আকতার হামিদ (৫২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
আকতার হামিদ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার বাসিন্দা মৃত রুস্তম আলী খানের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন।
আজ রোববার (১২ মে) সকালে বরিশাল এয়ারপোর্ট থানার ছয়মাইল নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে আকতার হামিদকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকতার হামিদের মৃত্যু হয়। তবে তিনি কোথায় যাচ্ছিলো সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহত ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিআরএস/পাবলিক ভয়েস