
নড়াইলের কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে বনি মোল্যা (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ শনিবার (১১ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বনি ওই গ্রামের হাশিম মোল্যার ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন।
নিহতের পরিবারের অভিযোগ, বনি মিহির মোল্যা গ্রুপের সমর্থক ছিলেন। গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে আজ শনিবার সকাল ৮টার দিকে পারবিষ্ণুপুর গ্রামের হারুন গ্রুপের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে।
জিআরএস/পাবলিক ভয়েস

