

ফারজানা ইসলাম মিম: বারটি মাসের মধ্যে পবিত্র রজমান মাস হচ্ছে সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ মাস, এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। এ মাসের অনেক ফজিলত রয়েছে। দান করলে অনেক ছওয়াব বেশি হয়। নফল নামাজ পড়লে ফরজ নামাজের সমান ছওয়াব হয়। রোজাদারকে ইফতারি করালে একটি রোজার সমান ছওয়াব হয়। এছাড়াও হাজার রকমের ফজিলত রয়েছে।
রমজান মাস শক্তি অর্জন ও দানের মাস। এ মাসে রাসূল সা. বিজয়ের জন্য যুদ্ধ করেছেন। এ যুদ্ধের সময় রাসুল সা. এবং মুসলমানরা রোজা অবস্থায় ছিলেন। এ রমজানেই বদরের যুদ্ধ সংঘটিত হয়। এ সমস্ত যুদ্ধে ইসলামের পতাকা সমুন্বত হয়। এ মাসে মুসলমানদের অনেক যুদ্ধ-জিহাদ এবং কুরবানি সংঘঠিত হয়েছে।
রমজানে সা. ও সাহাবারা অধিক পরিমাণে শক্তি, সজিবতা এবং ইবাদতের জন্য ধৈর্য ধারণ করার উদ্যম অনুভব করতেন। তাইতো রমজান মাসকে সৎকাজ, ধৈর্য ও দানের মাস বলা হয়। রমজান দুর্বলতা, অলসতা, ঘুমানোর মাস নয়। কোন কোন রোজা পালনকারীকে হাত পা ছেড়ে দিয়ে, দিনের বেলায় ঘুমাতে, কাজকর্ম করতে দেখা যায়। এমন আচরণ সিয়ামের তাৎপর্যের বিরোধী। রোজার উদ্দেশ্যের সাথে মিলে না।
পূর্বেকার মুসলমানরা রমজান মাসে অনেক কষ্ট করতেন। ধৈর্যের সাথে দিন যাপন করতেন। আল্লাহর ভয় এবং পর্যবেক্ষণের কথা তাদের স্মরণ থাকত। রোজা নষ্ট হয় অথবা ত্রুটিযুক্ত হয় এমন কাজ থেকে দুরে থাকতেন।
রমজানের রাত্রি যপন করতেন সালাত, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকিরের মাধ্যমে রাসূল সা.কে অনুসরণ করে। রোজার উপকার অথবা ফজিলত অনেক। গণনা করে শেষ করা যাবে না। যেসব মানুষ সারাদিন ঘুমিয়ে, রং-তামাশা করে কাটায়, এবং রাত্রে বাজারে ঘুরে বেড়ায় তারা রমজানের এসব ফজিলত থেকে বঞ্চিত থাকবে।
রোজা জান্নাতের পথ
ইমাম নাসাঈ রহ. আবু উমামা রা. থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সা.কে বললেন, হে আল্লাহর রাসূল আমাকে এমন বিষয়ের নির্দেশ দেন যার মাধ্যমে আল্লাহ আমাকে প্রতিদান দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলইহি অসাল্লাম বলেন, তুমি রোজা পালন কর। কেননা এর কোন তুলনা নেই। জান্নাতে একটি দরজা আছে সেখান দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে।
সিয়াম এবং কুরআন বান্দার জন্য কিয়ামতের দিনে সুপারিশকারী হবে, রোজা বলবে, হে প্রভু আমি তাকে দিনের বেলায় খাওয়া এবং প্রবৃত্তির তাড়না থেকে নিবৃত্ত রেখেছি, তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রমজানে ঈমান এবং এহতেসাবের সাথে রোজা পালন করবে, আল্লাহ তার পূর্বের গোনাহ মাফ করে দেবেন। (বুখারী মুসলিম)
আইএ/পাবলিক ভয়েস