
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আয়তুন নেছা (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নতুন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়তুন ওই গ্রামের মৃতু হাবিবুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, আয়তুন নেছা (৮০) ওজু শেষে আসরের নামাজ পড়ার উদ্দেশে ঘরের সামনে থাকা বিদ্যুতের আরথিং এর তার ধরে ঘরে উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে। ৮ ছেলে ও ৩ মেয়ের জননী আয়তুন নেছার বাড়িতে কেউ না থাকায় ছোট ছেলে ইফতারের আগে দামুড়হুদা থেকে বাজার করে বাড়ি ফিরে দেখে তার মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
জিআরএস/পাবলিক ভয়েস

