সাতক্ষীরায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

সাতক্ষীরায় ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল হাসান (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে। আজ শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার আব্দুল হামিদের নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক নাজমুল। হঠাৎ অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন