পরিত্যাক্ত ডোবায় মিলল যুবকের মরদেহ

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কামারদহ ইউনিয়নের তুলসিপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের পরিত্যাক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন