কক্সবাজারে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মে ৯, ২০১৯

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দরগাহ স্টেশন এলাকায় আজ বৃহস্পতিবার বিকালে জমি সংক্রান্ত টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।

নিহত আব্দুর রহিম (৪৪) ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি দরগাহ পাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, বিকাল সাড়ে ৪টার দিকে আব্দুর রহিমের সাথে মকবুল সওদাগর পাড়ার মৃত নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের জমি সংক্রান্ত টাকা নিয়ে তর্ক-বিতর্ক হয়।

একপর্যায়ে জিসাত আব্দুর রহিমের বুকে, ঘাড়ে, এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন