নওগাঁয় ট্রাকচাপায় ২ মোটরসাইকেলে আরোহী নিহত

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার (৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার শিবপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের রমজান আলীর ছেলে রতন (২৮) ও একই গ্রামের আনিছুর রহমানের ছেলে সোহেল রানা (৩০)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, কুশারপাড়া থেকে মোটরসাইকেলে করে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন রতন ও রানা। পথে শিবপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

জিআরএস/পাবলিকব ভয়েস

মন্তব্য করুন