ভোলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ৮, ২০১৯
dav

ভোলা প্রতিনিধি: ভোলায় ঘূর্ণিঝড় ফনীর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা জেলা আ.লীগ নেতৃবৃন্দ।

আজ বুধবার দুপুরে সদর উপজেলা দক্ষিন দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে এ অর্থ বিতরণ করা হয়। সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের ব্যাক্তিগত তহবিল থেকে আ.লীগের নেতৃবৃন্দ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় সম্পূর্ন ঘরবাড়ি বিধস্ত ১১০ পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়। এছাড়া নিহত একটি পরিবারকে দেয়া হয় ২০ হাজার টাকা।

অন্যদিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিবার প্রতি এক বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শফিকুল ইসলাম, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করায় ঘূর্ণীঝড় ফণীতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ফণী মোকাবেলায় সরকারের পাশাপাশি স্থানীয় আ.লীগ নেতা-কর্মীরা মাঠে কাজ করেছে। এখন ঝড় পরবর্তী সরকার ও দলীয় সহায়তা অব্যাহত রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে। আ.লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অসুস্থ্য থাকায় তিনি আসতে পারেননি। তাই তার নির্দেশে এই অর্থ বিতরণ করা হচ্ছে।

মন্তব্য করুন