

বাইজিদ আল-হাসান
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গতকাল (৬ মে) থেকে রোজা শুরু হলেও ওমানে আজ (৭ মে) প্রথম রোজার ইফতারি করলো মুসলিম ধর্মাবলম্বীরা। তাই প্রথম দিনের ইফতার সামনে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের চোখেমুখে ছিলো আনন্দ বেদনার মিশ্রণ। একদিকে রোজা অন্যদিকে পরিবার পরিজনের প্রতি টান সবমিলিয়ে প্রবাসীদের চোখে মুখে ছিলো মিশ্র প্রতিক্রিয়া।
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানী মাস্কাটের গ্রান্ড মসজিদ গোবরা, সুলতান কাবুস মসজিদ রুই, আল খোয়েরের এর মসজিদ আল-তাঈমুর সহ সকল মসজেই ছিলো রোজাদারদের জন্য ইফতারের আয়োজন।
মুসলিম প্রধান এই দেশে শুধুমাত্র রোজাদের ইফতারী নয় সাহরিরও আয়োজন করা হয় বিভিন্ন মসজিদে। সেইসাথে সারা মাস জুড়েই সকল কোম্পানির পক্ষথেকে থাকে বিশাল অফার, বিভিন্ন সুযোগ সুবিধা।
প্রবাসীদের সাথে আলাপ করলে তারা বলেন ” সারাদিন রোজা রেখে যখন ইফতার সামনে নিয়ে বসি, তখন পরিবার পরিজনদের কথা খুব মনে পড়ে, এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে ইফতার করলেও মনটা দেশেই পড়ে রয়।