সিলেটে রোজার প্রথম দিনেই মেয়াদোত্তীর্ণ সাড়ে ১২ টন খেজুর জব্দ

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

রোজার প্রথম দিনেই সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে সাড়ে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পার্শ্ববর্তী ফল বাজারে অভিযান চালায় র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে দক্ষিণ সুরমা ফল বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত প্রতিষ্ঠান তিনটি হলো, বিসমিল্লাহ ট্রেডার্স, হাজী হানিফ এন্টার প্রাইজ ও আনিসা ফ্রুট এজেন্সি।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গির আলম।

র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ বলেন, দক্ষিণ সুরমা ফল বাজারে খাবার অযোগ্য মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ আছে; গোপন সূত্রে এমন সংবাদ পাওয়ার পর অভিযানে নামে র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে এবং তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন