
ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক এলাকায় পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের সরোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন (১৮) ও ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন (১৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু রিয়াজ মোর্শেদ। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে।
তাদের গুরুতর আহত অবস্থা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়। অপরদিকে বিকেলে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র উল্লাস নিহত হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ ছাত্র নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জিআরএস/পাবলিক ভয়েস

