টঙ্গীতে পুড়লো ২৯টি ঝুটের গুদাম

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মে ৭, ২০১৯
টঙ্গীর দত্তপাড়া এলাকায় ঝুট গুদামে আগুন জ্বলছে।

প্রায় ৯ ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় ২৯টি ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ মঙ্গলবার (৭ মে) সকালে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে গতকাল সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের দাউদ মিয়া, সেন্টু মিয়া, নূর ইসলাম, খলিল মিয়া, ও সেলিম মিয়াসহ আরও কয়েকজনের মালিকানাধীন ২৯টি টিনশেডের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় ৯ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে ওইসব ঝুট গুদাম ও ঝুট পুড়ে গেছে। ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন