বীরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ৬, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস ডেস্ক এডিট

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ মে) দুপুর ২টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হাসান (২) ও হুসেন (২) ভাবকী গ্রামের কৃষক সিদ্দিক আলীর ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন জানান, দুপুরে বাড়ির পাশে ডোবার ধারে হাসান ও হুসেন খেলা করছিলো। এক পর্যায়ে তারা ওই ডোবার পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন