পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকলে চালক নিহত

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ৫, ২০১৯

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় আকাশ হোসেন (৩০) নামে এক মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রবিন (২৮) নামে আরও একজন আহত হয়েছেন।

আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভবনীপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ও আহত রবিন জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের বাসিন্দা।

ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আকতারুল করিম জানান, সন্ধ্যায় আকাশ মোটরসাইকেলে দিনাজপুর থেকে পার্বতীপুর যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। আহত হন অপর আরোহী রবিন। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন