দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মে ৫, ২০১৯

দিনাজপুরের বিরলে ট্রেনে কাটা পড়ে জরিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৫ মে) বিকেলের দিকে উপজেলার বাজনাহার রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। জরিনা উপজেলার বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা (মোল্লাপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে মসলা বিক্রি করতেন বলে জানা গেছে।

দিনাজপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদ হোসেন জানান, বাজনাহার রেলস্টেশন সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন জরিনা। এসময় দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি ডেমু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন