মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ৫, ২০১৯

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৫ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সাজু নিজ বাড়ির ছাদের ওপর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতায় একটি রড ছাদের উপর দিয়ে যাওয়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন