

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী থেকে এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আজ রোববার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে আমড়াখালী বিজিবি চেকপোস্টের পার্শ্ববর্তী রেল ব্রিজের নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, সকালে স্থানীয়রা ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই মোয়াজ্জেম হোসেন।
জিআরএস/পাবলিক ভয়েস