

চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাহাদুর ডাকাত (৪২) নামে এক জলদস্যু নিহত হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার ছোট ছনুয়ার পুঁইছড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
র্যাব-৭ এর এএসপি মাসকুর রহমান বলেন, তথ্যের ভিক্তিতে রাতে র্যাবের একটি দল বাঁশখালীর পুঁইছড়ি এলাকায় গেলে জলদস্যুদের একটি দল র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটে।
এসময় ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তিটি স্থানীয়ভাবে ‘বাহাদুর ডাকাত’ নামে পরিচিত। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন, ডাকাতিসহ ৭টির বেশি মামলা রয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস