খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৪ মে) সকাল ১১টার দিকে মহানগরীর খালিশপুরস্থ আলমনগর বাজারের একটি ক্যারাম বোর্ডের দোকানে এ ঘটনা ঘটে।

মৃত সুজন আলমনগর রেললাইন এলাকার বেল্লাল হোসেনের ছেলে ও স্থানীয় প্রভাতী স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, সুজন দোকানে ক্যারাম খেলতে যায়। দোকানের সঙ্গে লাগানো বৈদ্যুতিক একটি খুঁটি ছিল। খুঁটির পাশেই বৃষ্টির পানি জমে ছিল। দুষ্টুমির ছলে অসাবধানতাবশত সেই খুঁটিতে সুজনের হাত লেগে। এ সময় সুজন খালি পায়ে থাকায় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

মন্তব্য করুন