ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে হযরত আলী নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় শফিকুল ও সাইদুল নামে দুই পুলিশ সদস্য আহত হন

নিহত হযরত আলী উপজেলার সাভার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ৩শ’ গ্রাম হেরোইন, ২শ’ পিস ইয়াবা, একটি পাইপগান ও ৩টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার মধ্যরাতে উপজেলার সাভার গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের পেছনে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত মাদক ব্যবসায়ীকে নান্দাইল থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে নান্দাইল থানায় মাদকসহ ১০টির বেশি মামলা রয়েছে।

অপরদিকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন