পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

পাওনা টাকা চাওয়ায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল (শুক্রবার) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম রুবেল হাওলাদার (৩২)। তিনি খিলিগাতি গ্রামের মৃত মহসিন হাওলাদারের ছেলে। আজ শনিবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

এই ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় স্থানীয় রেজাউল ফকিরসহ ১০-১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে পুলিশ এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী জানান, প্রতিবেশী রেজাউল ফকিরের কাছে নিহত রুবেল আঠারো হাজার টাকা পেতেন। সেই পাওনা টাকা চাওয়ায় রেজাউল ফকির ক্ষুব্ধ হয়ে তার লোকজন নিয়ে মারপিট করে। পরে গুরুতর আহত রুবেলকে বাগেরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন